টঙ্গীতে ভোক্তা অধিকারের অভিযান
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। রোববার বেলা ২ টার দিকে স্থানীয় টঙ্গী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা অফিস প্রধান ও গাজীপুর জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিনি জানান, টঙ্গী বাজার মেহের সুপার মার্কেটের মা জেনারেল ষ্টোরে খাবারের সাথে মিশ্রণ করার জন্য প্রায় ৯ কেজি টেক্সটাইল কালার মজুদ করে রাখার দায়ে ১লাখ টাকা জরিমানা এবং ওই পণ্য জব্দ করা হয়। একই সময় সোনাবান মার্কেটের একটি দোকানে পণ্যের মূল্য তালিকায় অস্পষ্টতা পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মার্কেটের ব্যাবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজ না করার প্রতিশ্রুতি দিলে অভিযান সমাপ্ত করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।